আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বেলা তিনটায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো: জয়নাল আবদিন মিন্টু। প্রধান অতিথি উপ -পরিচালক (উপসচি) সানজিদা জেসমীন মানিকগঞ্জ সদর এর উপস্থিতিতে তিনি ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৩৮ লক্ষ ৮২ হাজার ১২০ টাকার বাজেট ঘোষণা করেন। যাহা গত বছরের চেয়ে ১৫ হাজার ১৩৪ টাকা বেশী। এবারের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে যোগাযোগ খেত্রে।
অত্র পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। লেমুবাড়ী বি: সু: উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিনবন্ধু রায় প্রমুখ।
উক্ত বাজেটে সন্তষ্ট প্রকাশ করে বক্তারা বলেন,প্রকাশিত বাজেটটি যেন লোক দেখানো না হয়। বরাদ্ধকৃত অর্থ যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তবে পুটাইল ইউনিয়ন হয়ে উঠবে একটি উন্নয়নের রুলমডেল।