পার্থ রায়,মধুখালী উপজেলা প্রতিনিধি : ০৭ অক্টোবর শনিবার বিকাল ৪টায় মধুখালী উপজেলা পরিষদ হল রুমে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মধুখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক রাম কোমল সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক। উক্ত অনুষ্ঠানে আরে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, ওয়াকার্স পার্টির সাধারন সম্পাদক আবু সাঈদ মিয়া, মধুখালী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সমরেন্দ্রনাথ বসু, সহ-সভাপতি অশোক কুমার পোদ্দার,জাহাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর মজুমদার, গাজনা ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি হিমাংশু, মেগচামী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শুকান্ত সরকার প্রমূখ।
এ বছর মধুখালী উপজেলায় ১৫৯ টি মন্ডপে পূজা উদযাপণ করা হবে।