মো: মনির হোসেন, স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের ইউপি সদস্য আলাল সরকার (৫৪) পিতা: মৃত বাহার উদ্দিন এর সাথে নার্গিস আক্তার দ্বিতীয় বিবাহ হয় ১২ ই জুন ইসলামি শরিয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিন করে বিবাহ হয়। বিয়ের পর পর তাদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে বনি বনা না হলে প্রায়ই আলাল সরকারের স্ত্রী তার বাবার বাড়ি চলে যেত। অতপর ২২ শে সেপ্টেম্বর আলাল মেম্বার এর স্ত্রী সাথে আলাল মেম্বার বড় বউয়ের ছেলে জাহিদুল সরকার জাহিদ (সেতু) মারধর করলে আলাল মেম্বারের দ্বিতীয় স্ত্রী নার্গিস আক্তার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে মৌচাক ফাড়ি থেকে পুলিশ এসে নার্গিস আক্তার কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। এবং আলাল মেম্বার এর বড় ছেলে জাহিদুর সরকার জাহিদ(সেতু) কে পুলিশ গ্রেফতার করে মৌচাক ফাঁড়িতে নিয়ে আসে। সম্প্রতি ১১ অক্টোবর সন্ধ্যায় নার্গিস আক্তার তার স্বামীর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হন স্বামীর বাড়িতে পৌঁছালে বাড়িতে তালা দেখতে পান ওনার কাছে যে চাবি ছিল সেটি দিয়ে তালা খুলছিল না। অন্য একটি তালা লাগানো ছিল।অতপর ওনার পরিচিত আত্মীয় তার সাথে ছিল। জাহিদুল সরকার জাহিদ (সেতু) ঘরে ছিল তখন নার্গিস আক্তার বলে তালা খুলছে না ঠিক তখব আলালা মেম্বারের ছেলে ঘর থেকে একটা কাঠের টুকরো দিয়ে বলে, চাবি হারিয়ে গেছে আপনি ভেঙ্গে ফেলুন আমরা নতুন তালা নিয়ে নিবো। নার্গিস আক্তার সাথে তার ভাগ্নে কে দিয়ে বলে তালায় বারি দিতে এবং সাথে সাথে আলাল মেম্বার এর ছেলে মোবাইল ফোনে ভিডিও ধারন করে তার নিজস্ব ফেসবুক একাউন্টে অপপ্রচার করে। অনুরুপ ভাবে আলাল মেম্বরের বিরুদ্ধে কেউ অবস্থান নেন না। নারী নির্যাতন মামলার রায়ে ৭ বছরের জেল হয়েছে আলালের বিরুদ্ধে। কিন্তু আলাল মেম্বর গা’ঢাকা দেয়, কোন মামলায় তাকে থানা পুলিশ গ্রেফতার করতে পারেননি। আলাল মেম্বারের বিরুদ্ধে প্রতিবন্ধী ধর্ষণ মামলা রয়েছে যা দেশের বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে কিন্তু তারপরেও তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এলাকাজুড়ে।অসংখ্য নারী নির্যাতন সহ বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে নারীর কেলেঙ্কারি রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর পক্ষ থেকে এক ব্যক্তি আমাদেরকে জানিয়েছেন। নার্গিস আক্তার একজন প্রতিবাদী নারী তিনি কি নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারেবেন।