আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

জেলা কোর কমিটির সাথে মধুখালী উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মতবিনিময় সভা।

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ৩০ অক্টোবর সোমবার ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার(পিএএ) বলেছেন, মানুষের জান-মালের ক্ষতি করে কেউ পাড় পাবে না। সরকারী সম্পদ ধ্বংশকারীদের ছাড় দেওয়া হবে না। আইনশৃংখলার অবনতি করলে তার পরিনতি খুবই খারাপ হবে। যার যার অবস্থান হতে সরকারী কাজে সহযোগিতা করবেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি ৩০ অক্টোবর সোমবার বেলা ১১:৩০ টায় মধুখালী উপজেলা আধুনিক মিলনায়তনে ‘জেলা কোর’ কমিটির সাথে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সবকিছুরই একটা সময় আছে। নির্বাচনেরও একটা সময় আছে। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তার আগেই পরিবেশ নষ্ট করলে আমরা কঠোর হাতে তাহা দমন করব। স্মার্ট বাংলাদেশ গড়তে, স্মার্ট মানুষ হতে হবে, আর সুশিক্ষিত হতে হবে। আমাদের শিক্ষার হার বাড়লেও মান কিন্তু নিন্মগামী। এর থেকে বেড়িয়ে আসতে হবে। তিনি মাশরাফির নাম উল্লেখ করে বলেন, খেলতে নেমে প্রতিপক্ষকে দূর্বল ভাবলে হবে না, প্রতিপক্ষের চোঁখে চোঁখ রেখে খেলতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান(পিপিএম সেবা), র‌্যাব-৮ এর ফরিদপুরের কমান্ডার ল্যাফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন, সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ নাজমুল হক, সহকারী পুলিশ সুপার ( মধুখালী সার্কেল) মো: মিজানুর রহমান, মধুখালী উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মোর্শেদা আক্তার মিনা, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান,বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান, মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ নাজির হোসেন মৃধা, প্রধান শিক্ষক অলোকা বিশ্বাস, মীর নাজমুল হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ