আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ ইং

আবুল বাসার আব্বাসী,  মানিকগঞ্জ: সিংগাইর-হরিরামপুর এবং মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-  ২ আসন।
এই আসনে মোট প্রার্থী রয়েছে ১০ জন। তবে নির্বাচন চলাকালিন সময়ে একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মমতাজ বেগমের নৌকা , স্বতন্ত্র প্রার্থী দেওয়ান
 জাহিদ আহম্মেদ টুলুর ট্রাক, দেওয়ান সফিউল  আরেফিন টুটুলের মোড়া এবং মুশফিকুর রহমান হান্নানের কেটলি মার্কর পোলিং এজেন্ট ছাড়া বাকী  অন্যপ্রার্থীদের কোন এজেন্ট দেখা যায়নি।
৩৮ নং ভাড়ারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ জানান, তার কেন্দে মোট ভোটার রয়েছে ২৪৮৬ জন। দুপুর ১২ টা পর্যন্ত  মোট ভোট কাস্ট হয়েছে ৩২৬। তিনি আরো বলেন, তার কেন্দ্রে উপরোক্ত পাঁচ প্রার্থীর পোলিং এজেন্ট ছাড়া আর কোন  প্রার্থীর পোলিং এজেন্ট নাই। তবে একবার ফুলের মালা এবং ডাব প্রতিকের প্রার্থী কেন্দ্রে এসেছিলো। একই কথা জানালেন শানবান্দা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহাদত হোসেন। এদিকে প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি তেমন লক্ষকরা যায়নি। পুরুষ ভোটারের চেয়ে নারীদের উপস্থিতি বেশীছিলো। এই আসনে মূল আলোচনায় রয়েছে সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী
মমতাজ বেগম ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর মধ্য । এখন শেষ হাসিটা কে হাসবে সেটাই দেখার অপেক্ষায় আছেন জনগন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ