আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জ সংসদ নির্বাচনে সতন্ত্র ২ নৌকা ১

মো: আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ১ ও ২ আসন হতে সতন্ত্র প্রার্থী  এবং ৩ আসন হতে নৌকা প্রতিকে নির্বাচিত হয়।
রবিবার (৭ জানুয়ারী) রাতে মানিকগঞ্জের রিটার্নিং অফিসার রেহেনা আক্তার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
মানিকগঞ্জ-১ আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এসএম জাহিদ ৮৬ হাজার ৯’শ ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী  জহিরুল আলম রুবেল  পেয়েছেন ৩৮ হাজার ৯’শ ৪২ ভোট।
মানিকগঞ্জ-২ আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ৮৮ হাজার ৩’শ ৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি পেয়েছেন ৮২ হাজার ১’শ ৩৮ ভোট।
মানিকগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ মালেক ১ লাখ ২৬ হাজার ৭’শ ২০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন ৫ হাজার ৩’শ ৯১ ভোট।
 জেলার ৩টি আসনে ৪ লক্ষ ৩৬ হাজার ৯শত ৯৭ জন ভোটারের ৫১৬টি কেন্দ্রে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ