আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে বাসের চাপায় পিষ্ঠ হয়ে পথচারীর মৃত্যু

আবুল বাসার আব্বাসী, মানিকগঞ্জ  : মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় পিষ্ঠ হয়ে  বকুল মনিদাস নামে ৩২ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছে।
 সোমবার দুপুরে মহাসড়কের সাটুরিয়া উপজেলার দোতরা এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহত বকুল মনিদাস মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের খল্লী ঋষিপাড়া এলাকার ক্ষিতিশ মনিদাসের ছেলে। গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোস্তফা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে মানিকগঞ্জ মুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খুটিতে ধাক্কা খায়। এসময় বকুল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। বাসটি বকুলকে চাপ দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে এস আই মোস্তফা জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ