আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

লিটল ম্যাগ ‘দূতি’র মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

আবুল বাসার আব্বাসী, মানিকগঞ্জ : “আলোকিত সমাজে হোক, বিকশিত জীবনের চাষ”এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে মাসিক দূতির মোড়ক উন্মোচন, প্রতিভাবান কবি সাহিত্যিকদের কবিতা,প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
শনিবার দিনব্যাপী পৌরসভার জয়নগর আয়েশা হক কালচারাল একাডেমি এন্ড লাইব্রেরি মিলনায়তনে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘ  এ অনুষ্ঠানের আয়োজন করে। ।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি  ড. যোসেফ মেমোরিয়াল হাসপাতালের এমডি মো. হাবিল উদ্দিনের সভাপতিত্বে   স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি কায়ুম শাহজী। শ্রেষ্ঠ স্কুল শিক্ষক এইচ এম রাব্বির সঞ্চালনায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন আয়েশা হক কালচারাল একাডেমি এন্ড লাইব্রেরির প্রতিষ্ঠাতা ড. সাঈদা হোসাইনী মামুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. যোসেফ মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা ড. তৃণা রুবাইয়া মামুন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার প্রমুখ।
মানিকগঞ্জের কবিতা,ছড়া ও পূথি সাহিত্যের উপর প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম। বক্তারা বলেন মানিকগঞ্জে রয়েছে অসংখ্য লোকজ সাহিত্য ও  সংস্কৃতির ভান্ডার। এগুলো সংগ্রহ সংরক্ষণ,  লালন ও ধারণ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
শেষে মাসিক দূতির মোড়ক উন্মোচনে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আনিসুর রহমান খান আলিনুর, কবি শুকুর আলী, কবি মাইনুদ্দিন আহমেদ, কবি কল্পনা সুলতানা প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ