-
- সারাদেশ
- প্রত্যন্ত চরাঞ্চলে কম্বল বিতরন করলেন কুড়িগ্রামের মানবিক পুলিশ সুপার
- প্রকাশের সময়ঃ জানুয়ারি, ২৪, ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ
- 112 বার পড়া হয়েছে
এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে গত কয়েকদিনের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে অবহেলিত চরাঞ্চলের বাসিন্দারা। তাদের এই বিপর্যয়ে বরাবরের ন্যায় এবারও পাশে দাঁড়ালেন কুড়িগ্রাম জেলার মানবিক পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।
আজ ২৪ জানুয়ারি ২০২৪ কুড়িগ্রাম থানাধীন চর সিতাইঝারের প্রত্যন্ত চরের প্রায় ২০০ শতাধিক সম্মানিত নাগরিককে নাভানা গ্রুপের সহোযোগিতায় শীতবস্ত্র বিতরন করেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, মোঃ রুহুল আমীন। এসময় আরো উপস্থিত ছিলেন নাভানা গ্রুপ ঢাকার সিনিয়র এক্সিকিউটিভ জনাব জাহিদুল হোসাইন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান।
হাড়-কাপানো এই শীতে শীতবস্ত্র পাওয়ার তালিকায় ছিলেন বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র এলাকার পিছিয়েপড়া মানুষেরা।
এছাড়াও নাগেশ্বরী থানাধীন বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়ার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্গম চরাঞ্চলের ২০০ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষ হতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এসময় জেলা পুলিশের অন্যান্য সদস্যসহ আরো উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন।
পাশাপাশি উলিপুর ও চিলমারীর প্রত্যন্ত চরের সম্মানিত নাগরিকদের মাঝে কম্বল বিতরণ অব্যহত রেখেছেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম।
পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ ধারাবাহিকভাবে এই শীতে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরন করছে। ইতিমধ্যে আমরা কুড়িগ্রামের বিভিন্ন থানা এলাকায় প্রায় ২ হাজার কম্বোল বিতরণ করেছি। আমরা আজ কুড়িগ্রাম সদর, নাগেশ্বরীর ও উলিপুরের প্রত্যন্ত চরের মানুষের পাশে দাড়াতে পেরে ভাল ফিল করছি। সাধ্যমত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও সংবাদ