-
- সারাদেশ
- ভাষা শহীদ রফিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সংবাদ সম্মেলন
- প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি, ৩, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ
- 199 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন।
শনিবার বেলা এগারোটার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হাসান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মে: আজাহারুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: সাকিবুল ইসলাম রিকসন, সদস্য নূরে আফছা ( ঝুমা), রুবেল হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকার আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।কিন্ত ভাষা শহীদদের নামে কোন বিশ্ববিদ্যালয় নেই। ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমদের নিজ জেলা মানিকগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানান তিনি।
এই বিভাগের আরও সংবাদ