আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ ইং

আশুলিয়ায় মঞ্জুরুল আলম রাজিবের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদকঃ সাভার উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বলে প্রচার প্রচারণা করেছেন রাজিব সমর্থকরা।
সোমবার সকালে প্রচারণার অংশ হিসেবে আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি দেওয়ান লিয়াকতের নেতৃত্বে কয়েকশত মোটরসাইকেলে করে হাজরো কর্মী নিয়ে ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন শাখা সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।
এ সময় বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল  আলম রাজীবকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানা তারা।
এসময় দেওয়ান লিয়াকত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ননের মাধ্যমে এই বাংলাদেশকে ডিজিটালে রুপান্তরিত করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই ধারাকে অব্যাহত রাখতে আমরা আবারও বার বার নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবকে পুনরায় নির্বাচিত করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ