আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

মোঃ রাজীব আহসান মান্নু , স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াকান্দি লক্ষীপুর যুব সমাজের উদ্যেগে বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

৭ মার্চ (বৃহস্পতিবার) আরোয়া ইউনিয়নের লকষীপুরা খেলার মাঠে এ বাৎসরিক ওয়াজের আয়োজন করা হয়।

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন বক্তা, বায়তুল মোকাররমের পেশ ইমাম, হযরত মাওলানা মুফতি এহসানুল হক জিলানী।

বিশেষ বক্তা, নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম, হযরত মাওলানা মুফতি আতাউর রহমান ত্রিশালী। দারুল হাদিস মাদ্রাসার প্রধান কারী শিক্ষক, মাওলানা কারী মোঃ আলাউদ্দিন।

মাহফিল উদ্ধোধন করেন বিশিষ্ট সমাজ সেবক, মোঃ ইউসুফ আলী প্রমানিক।

বিশেষ অতিথি ছিলেন, শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, একেএম মিরাজ হোসেন লালন ফকির।

সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, মোঃ মাহাবুব হোসেনে।

সার্বিক পরিচালনায় ছিলেন, নয়াকান্দি মসজিদ আল মুনতাহার ইমাম ও খতিব, সাইদুল ইসলাম সাইফী।

বার্ষিক ওয়াজ মাহফিলে দুর-দুরান্ত হতে আগত ধর্মপ্রাণ মুসলিম ধর্মের অনুসারীরা বক্তাদের বয়ান শ্রবন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ