আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

আ’লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন পারফেক্ট্র গ্রুপের চেয়ারম্যান বাবু

আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির (২০২২-২০২৫) সদস্য নির্বাচিত হয়েছেন পারফেক্ট গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মো. সারোয়ার আলম বাবু। সারোয়ার আলম বাবু মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া
ইউনিয়নের কুমুল্লি গ্রামের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা এবং পারফেক্ট গ্রুপের চেয়ারম্যান।
গত ১২ মার্চ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা কর্তৃক স্বাক্ষরিত ২০২২-২০২৫ ইং মেয়াদের জন্য ২১৫ সদস্যের এই কমিটির অনুমোদন দেয়া হয়।
প্রকৌশলী মো. সারোয়ার আলম বাবু এর আগে দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচন ২০২৪ ইং ধর্ম বিষয়ক নির্বাচন পরিচালনা উপ-কমিটির মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের
আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।তার এই সদস্য পদ পাওয়ায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুলের শুভেচ্ছা জানিয়েেছেন প্রকৌশলী মো. সারোয়ার আলম বাবুকে। ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য
করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার প্রতি অশেষ
কৃতজ্ঞতা প্রকাশ করেন সারোয়ার আলম বাবু। তিনাি বলেন, আমি দীর্ঘদিন ধরেই আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত। দলের প্রতি আমার যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে আমি যেন সঠিকভাবে তা পালন করতে পারি। এর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ