স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে ।
রবিবার জেলা প্রশাসকের উদ্যোগে
দিবসটি উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, বেলুন উড়ানো, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণীও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে ১০৪ পাউন্ড জনের কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ শুচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বিপিএম,পিপিএম-বার,মেয়র মো.রমজান আলীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।