আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জ সিংগাইরের দক্ষিন বলধারা এলাকায় ধানজাত গবেষণা কার্যক্রম ও রাসায়নিক সার কীটনাশক মুক্ত বোরো ধান এর মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বেলা এগারোটা থেকে সিংগাইর উপজেলার দক্ষিন বলধারা গ্রামের জীবন সরকার এর বাড়ীতে,'”কৃষিপতিবেশ, জলবায়ু পরিবর্তন ও খাদ্য সার্বভৌমত্ব প্রকল্পের অধীন দক্ষিন বলধারা কৃষক- কৃষাণি সংগঠন এমাঠ দিবসের আয়োজন করে।
দক্ষিন বলধারা কৃষক- কৃষাণি সংগঠনের সভাপতি মো: জীবন সরকার এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো: শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার বাবুল সরকার, উপ- সহকারী কৃষি অফিসার রতন চন্দ্র সরকার, বারসিক সিংগাইর অঞ্চলের এলাকা সমন্যয়কারী শিমুল কুমার বিশ্বাস, সমন্যয়কারী মো: মাসুদুর রহমান,কৃষক মো: মুজিবুর রহমান মো: লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা কিটনাশক মুক্ত শাক -সবজি, বোরো ধানসহ বিভিন্ন প্রকারের ফসল উৎপাদনের খেত্রে জৈবসার ব্যবহারের পদ্যতি, উপকারিতা ও গুনাগুন তোলে ধরেন। এসময় বায়ড়া, নয়াবাড়ি, নবগ্রাম, গেড়াদিয়া, চর মগড়া, সারারিয়া, খোলাপড়া সংগঠনের শতাধিক কৃষক- কৃষানী উপস্থিত ছিলেন। শেষে রাসায়নিক সার কীটনাশক মুক্ত জৈবসার দিয়ে উৎপাদিত বোরো – ধান এর ফসলি মাঠ পরিদর্শন করা হয়।