আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

মাধবদীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সমন্বয় কমিটি গঠন

মকবুল হোসেন নরসিংদী : বস্ত্র শিল্প এলাকা মাধবদীতে লোডশেডিং মারাত্মক আকার ধারণ করায় মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন কার্যালয়ে বেলা ১১ টায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাধবদী শিল্প এলাকার বিশিষ্ট শিল্পপতি ব্যাবসায়ী ও মার্চেন্ট এসোসিয়েশন কর্মকর্তাদের সমন্বয়ে সভায় মাধবদীর শিল্প বাঁচানোর জন্য কর্মসূচি গ্রহণের আলোচনা করা হয়।

স্থানীয় সংসদ সদস্য, শিল্পমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।মার্চেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি আলহাজ্ব আনোয়ার হোসেনকে আহবায়ক, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান ভুঁইয়া, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন কে যুগ্মআহবাক, আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম, আলহাজ্ব সফিকুল ইসলাম গাজী, আলহাজ্ব সাহাদাত হোসেন, আল-আমীন সরকার কে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মাধবদী শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর ব্যাবস্থা না হলে ভবিষ্যতে মাধবদী এলাকাবাসিকে নিয়ে ব্যপক কর্মসূচি গ্রহণ করবে। উল্লেখ্য মাধবদী নরসিংদী এলাকায় বাংলাদেশের ৭০ ভাগ কাপড় উৎপাদিত হয়।প্রায় সাড়ে পাঁচ হাজার শিল্প কারখানা বিদ্যুতের লোডশেডিং এর জন্য উৎপাদন অর্ধেকে নেয়ে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ