স্টাফ রির্পোটার: মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল ও মাইক্রোবাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকড়া এলাকার তারা মিয়ার ছেলে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, হাইস গাড়িটি হেমায়েতপুর থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো। অপরদিকে শহিদুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জের দিক থেকে হেমায়েতপুরের দিকে যাচ্ছিলো। এ সময় হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের খোলাপাড়ায় মোটরসাইকেল ও হাইস গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ হাইসের চালক ইসমাইলসহ হাইস গাড়িটিকে আটক করেছে।
এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।